International Journal For Multidisciplinary Research

E-ISSN: 2582-2160     Impact Factor: 9.24

A Widely Indexed Open Access Peer Reviewed Multidisciplinary Bi-monthly Scholarly International Journal

Call for Paper Volume 6 Issue 5 September-October 2024 Submit your research before last 3 days of October to publish your research paper in the issue of September-October.

দিব্যেন্দু পালিতের কথাসাহিত্যে নাগরিক জীবনে নারীর স্বাতন্ত্র্যতা

Author(s) MD NAZMUL HASSAN
Country India
Abstract লেখক দিব্যেন্দু পালিত (১৯৩৯-২০১৯) আধুনিক বাংলা সাহিত্যের একজন কথাকার। তাঁর কথাসাহিত্যে নগর কলকাতার মানুষের জীবন কাহিনি উঠে এসেছে। নাগরিক জীবনে বহুতল আবাসনের ফ্ল্যাট নামক খাঁচায় নিউক্লিয়াস পরিবারের বসবাস। এরা বেশির ভাগই শিক্ষিত মধ্যবিত্ত। এখানে ঘরের পুরুষ যেমন চাকরি করে তেমনি শিক্ষিতা নারীও কর্মমুখী। অনেকক্ষেত্রে স্বনির্ভর নারীদের বিবাহ হয়নি। নাগরিক জীবনে নারী স্বনির্ভর হওয়ায় সে সমাজের কাছে অধিকার দাবী করে। তার নিজস্ব ভাবনার জগত আছে, সে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে চায়। দাম্পত্য জীবনে মতের মিল না হওয়ায় অনেকক্ষেত্রে নারীর কপালে ডিভোর্স নামক কলঙ্কের ভার জুটে যায়। তবু নারী তার স্বনির্ভরতা ত্যাগ করে না, কর্মই তার জীবনে টিকে থাকার মূলমন্ত্র। 'মধ্যরাত', 'আমরা', 'একা', 'বিনিদ্র', 'ঢেউ', 'অনুভব', 'স্বপ্নের ভিতর', 'একদিন সারাদিন', ইত্যাদি উপন্যাসে নারীর স্বাতন্ত্র্যতার দিকটি তুলে ধরা হয়েছে। সেইসঙ্গে 'বাড়ি', 'ফিরে আসা', 'ঘুম', 'সিঁড়ি', 'অন্তরা' 'যে গরিব', 'হয়তো, হয়তো নয়' ইত্যাদি গল্পে নাগরিক জীবনে নারী্র স্বাতন্ত্র্যতার কথা তুলে ধরা হয়েছে।
Keywords বহুতল, নিউক্লিয়াস, স্বনির্ভরতা, ডিভোর্স,
Field Arts
Published In Volume 6, Issue 5, September-October 2024
Published On 2024-09-14
Cite This দিব্যেন্দু পালিতের কথাসাহিত্যে নাগরিক জীবনে নারীর স্বাতন্ত্র্যতা - MD NAZMUL HASSAN - IJFMR Volume 6, Issue 5, September-October 2024. DOI 10.36948/ijfmr.2024.v06i05.27507
DOI https://doi.org/10.36948/ijfmr.2024.v06i05.27507
Short DOI https://doi.org/gzwpzm

Share this