International Journal For Multidisciplinary Research

E-ISSN: 2582-2160     Impact Factor: 9.24

A Widely Indexed Open Access Peer Reviewed Multidisciplinary Bi-monthly Scholarly International Journal

Call for Paper Volume 6 Issue 5 September-October 2024 Submit your research before last 3 days of October to publish your research paper in the issue of September-October.

বাংলা কথাসাহিত্যে মহামারি ,কোভিড ১৯ এবং কয়েকটি বাংলা ছোটোগল্প

Author(s) বৈজয়ন্তী মুখোপাধ্যায়, সুমিতা চক্রবর্তী
Country India
Abstract একবিংশ শতাব্দীর ২০২০ থেকে২০২৩ -এর মধ্যে যে ভাইরাস গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল তার নাম ‘করোনা ভাইরাস ডিজিজ’ , সংক্ষেপে ‘কোভিড’। ২০১৯-এ এই সংক্রমণ প্রথম দেখা গিয়েছিল বলে রোগের নামকরণ করা হয়েছে ‘কোভিড ১৯’। ফুসফুসের সংক্রমণ এবং প্রবল শ্বাসকষ্টের ফলে মৃত্যু হয় এই রোগে। ভারতের মতো দরিদ্র দেশে এই সংক্রমণের ফলে সর্বস্তরের বহু মানুষ আক্রান্ত হয়েছিল।
সাহিত্যে সমাজের বাস্তবতাকেই তুলে ধরা হয়। বাংলা কথাসাহিত্যে করোনা মহামারিতে আক্রান্ত মানুষের নানা ধরনের বিপন্নতার ছবি প্রতিবিম্বিত হয়েছে। এই নিবন্ধে আলোচিত হয়েছে বাংলা ছোটোগল্পে কোভিডের স্বরূপ ও প্রতিক্রিয়া। পশ্চিমবঙ্গে করোনা মহামারির অভিজ্ঞতাকে তুলে ধরা হয়েছে যে-সমস্ত ছোটোগল্পে, সেগুলিকে প্রধানত চারটি ভাগে ভাগ করেছি— ১) বিচ্ছিন্নতার সমস্যা( শেষ দৃশ্যের খসড়া-তপন বন্দ্যোপাধ্যায়-২০২১), ২) জীবিকার সমস্যা(‘ সব্জিওয়ালার ছেলে’-সমীর গোস্বামী-২০২২), ৩) অজ্ঞানতার সমস্যা( ‘কোভিড সমাচার বাই কমলি-সায়ন্তনী পূততুন্ড-২০২০), ৪) পরিযায়ী শ্রমিক সমস্যা(‘পরিযায়ী’-সুকান্ত গঙ্গোপাধ্যায়-২০২২)। সমস্যা থেকে উত্তীর্ণ হবার সংগ্রামী প্রচেষ্টাও লক্ষ করি আমরা গল্পগুলিতে। সর্বোপরি করোনা মহামারির তীব্র নেতিবাচকতার মধ্যেও ইতিবাচকতার সন্ধান পাওয়া যায়—যেমন করোনা আমাদের সেই সতর্কবার্তা শুনিয়ে গেছে যে সে হচ্ছে প্রকৃতির প্রতিশোধ — এখনও সাবধান না হলে মানবজাতির ধ্বংসের আর বেশি বিলম্ব নেই।
Keywords মহামারি,লকডাউন,একুশ শতক, কোভিড১৯, মাস্ক,বিচ্ছিন্নতা,জীবিকা, চিকিৎসক, হাসপাতাল,সতর্কতা
Published In Volume 6, Issue 5, September-October 2024
Published On 2024-09-22
Cite This বাংলা কথাসাহিত্যে মহামারি ,কোভিড ১৯ এবং কয়েকটি বাংলা ছোটোগল্প - বৈজয়ন্তী মুখোপাধ্যায়, সুমিতা চক্রবর্তী - IJFMR Volume 6, Issue 5, September-October 2024. DOI 10.36948/ijfmr.2024.v06i05.27777
DOI https://doi.org/10.36948/ijfmr.2024.v06i05.27777
Short DOI https://doi.org/g4qmhq

Share this